Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পূর্বভাগ ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের অন্যতম  ইউনিয়ন পূর্বভাগ তিতাস বিধৌত প্রকৃতির অপরূপ সৌন্দর্যমন্ডিত পূর্বভাগ এলাকাটির পরিচিতি ব্যাপক। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও কৃষিক্ষেত্রে এর সুনাম জেলা ও দেশের গন্ডি অতিক্রম করে উপ-মহাদেশ ব্যাপী  বিস্তৃত হয়েছিল। অতীতের শত ঐতিহ্যমন্ডিত পূর্বভাগ বর্তমানে নানাদিক থেকে উপেক্ষিত ও অবহেলিত।

ক) নাম– ১১নং পূর্বভাগ ইউনিয়ন পরিষদ

খ) আয়তন– ১৬(বর্গকিঃমিঃ) চৌহদ্দীঃ উত্তরে বুড়িশ্বর ইউনিয়ন, দক্ষিনে তিতাস নদী বয়েচলা প্রাকৃতিক সৌন্দর্য। পূর্বে হরিপুর ইউনিয়ন, পশ্চিমে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন।

গ) লোকসংখ্যা– ১৯৪০৬ জন(প্রায়) (২০১১সালেরআদমশুমারিঅনুযায়ী)

ঘ) গ্রামেরসংখ্যা– ১০টি।

ঙ) মৌজারসংখ্যা–  ০৩টি।

চ) হাট/বাজারসংখ্যা-৩টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি।

জ) শিক্ষারহার– ৫০%। (২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৫টি,

    বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়- ৩টি,

    কমিউনিটি বিদ্যালয়- ১টি।

    কিন্ডার গার্ডেন নেই,    

    উচ্চবিদ্যালয়ঃ ১টি,

    কলেজঃ নেই।

    দাখিল মাদ্রাসা- নেই, কওমী মাদ্রাসা ১টি, হাফিজিয়া মাদ্রাসা ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ সায়েম মিয়া।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ৫টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– বড়ধলীয়া আব্দুল্লাশাহ মাজার।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল–১৯৯১ইং

 

ড) গ্রামসমূহের নাম–

১। বেলুয়া ।

২। ভুবন ।

৩। কোয়রপুর ।

৪। চান্দের পাড়া ।

৫। বড়ধলীয়া ।

৬। শ্যামপুর ।

৭। কিপাতনগর ।

৮। কদমতলী ।

৯। পূর্বভাগ ।

১০। মুকবুলপুর ।

 

ঢ) ইউনিয়ন পরিষদ জনবল–

            ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

            ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

            ৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ৭জন।

উল্লেখ...

ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র-নেই।

কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র-১ টি।

ইউনিয়ন ভূমি অফিসঃ- পূর্বভাগ ইউনিয়নের ভুমি অফিসটি হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে অবস্থিত। এখানে দুইটি ইউনিয়নের কার্যক্রম যৌতভাবে করা হয়।

স্থানীয় সমস্যাঃ শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে থাকা।